The vision of Jal Swapna (JJM), which is to provide safe, clean and free drinking water to every household of rural Bengal, is facilitated by the implementation of various Mega Projects that the Public Health Engineering Department, Government of West Bengal undertakes. There are currently 24 Commissioned Mega projects operational in West Bengal and 21 more are at different phases of implementation. The PHED is working day in and day out to make the dream of Hon’ble Chief Minister of West Bengal, Smt. Mamata Banerjee; a reality for a prosperous future of Bengal.
Jal Swapna (JJM)
Functional Household Tap Connection (FHTC) Coverage
মমতার বাংলা ফের দেশ-সেরা, ‘জলস্বপ্ন’-এ মোদী-যোগীর রাজ্যকে ফেলল বহু পিছনে
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর 'জলস্বপ্ন' প্রকল্পকে পাথেয় করে ফের একবার টেক্কা দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট ও যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশকে। এমনকী অন্য কোনও রাজ্যও বাংলার ধারেকাছে নেই।
পর-পর চারবার দেশের সেরার শিরোপা পশ্চিমবঙ্গের, বাংলার রেকর্ড ভাঙছে বাংলা
অপ্রতিরোধ্য বাংলা। গ্রামীণ এলাকায় বাড়ি- বাড়ি পানীয় জলের সংযোগে পর-পর চার মাস দেশের সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ। নিজের রেকর্ড ভেঙে ফেব্রুয়ারি মাসেও বাড়ি-বাড়ি জলসংযোগে দেশের শীর্ষে রাজ্য। ২ লাখ ৫৫ হাজার ৩৮২টি বাড়িতে নলবাহিত পরিস্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, যা জানুয়ারিকে টপকে গিয়েছে। দেশের অন্য কোনও রাজ্য আড়াই লাখের গন্ডি ছুঁতে পারেনি।
বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সংযোগে দেশের সেরা হওয়ায় হ্যাটট্রিক করল পশ্চিমবঙ্গ। শুধু তাই নয় , গত ৬ মাসে গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহেও দেশের সেরার স্বীকৃতি পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা।